Slide background
Slide background
Slide background

সভাপতি'র বাণী

বিসমিল্লাহহির রহমানির রহিম


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ‍্য শিক্ষা বিভাগ কর্তৃক অনুমোদিত স্বাস্থ‍্য অধিদপ্তর এর অধীনে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ অধিভূক্ত ও নিবন্ধিত দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচ টি/IHT) থেকে পাসকৃত ০৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা ডেন্টিস্ট / মেডিকেল টেকনোলজিষ্ট ডেন্টালদের একমাত্র প্রতিনিধিত্বকারী সংগঠন "বাংলাদেশ ডেন্টাল পরিষদ"।


১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি তার যাত্রার শুরু থেকে অদ‍্যাবধি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মুখ ও দন্তরোগের প্রাথমিক চিকিৎসা পরামর্শ সহ দন্ত স্বাস্থ‍্য সেবা, দেশের প্রতিটি মানুষের দোড়গোড়ায় পৌঁছানোর পাশাপাশি দুর্যোগে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে মানবতার সেবা করে আসছে।


১৯৭৫ সাল থেকে "বাংলাদেশ ডেন্টাল পরিষদ" এর সাধারণ সদস্যরা ও সরকারি হাসপাতালে কর্মরত ডিপ্লোমা ডেন্টিস্টবৃন্দ দন্ত স্বাস্থ‍্য সেবা প্রদান ও দেশের উন্নয়নে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি জনকল্যাণ মূলক বিভিন্ন কর্মকাণ্ডে জোড়ালো ভূমিকা রাখার চেষ্টা করে যাচ্ছেন।


"বাংলাদেশ ডেন্টাল পরিষদ" পরিবারের প্রতিটি সদস্য সুখে-দুঃখে একে অপরের ভাই এবং এই সংগঠনের সদস‍্যদের পেশাগত উন্নয়ন সহ সার্বিক উন্নয়নে আমরা একই সূঁতোয় গাঁথা বলে আমি মনে করি।


আমি আশা করি বাংলাদেশ ডেন্টাল পরিষদের প্রতিটি সদস্য আন্তরিকতা ও নিষ্ঠার সহিত পেশাগত সমস্যা সমাধানে সাধারণ সদস্যসহ সকল পর্যায়ের নেতৃীবৃন্দ দেশের সার্বিক উন্নয়নে মহান স্বাধীনতার চেতনায় উদ্ভাসিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সুদূরপ্রসারী অবদান রাখবেন বলে আমার বিশ্বাস।


পরিশেষে, "বাংলাদেশ ডেন্টাল পরিষদের উত্তরোত্তর মঙ্গল ও সফল্য কামনা করছি।


ধন‍্যবাদান্তে-
মো: মোশাররফ হোসেন মোল্লা
সভাপতি
বাংলাদেশ ডেন্টাল পরিষদ
কেন্দ্রীয় সংসদ, ঢাকা
বাংলাদেশ।

কার্যনির্বাহী কমিটি

মো: মোশাররফ হোসেন মোল্লা

সভাপতি

president image

মোঃ মাসুদুর রহমান

সিনিয়র সহ-সভাপতি

Senior Vice President image

মোঃ কামাল হোসেন

মহাসচিব

আবদুর রহমান তুষার

সাংগঠনিক সম্পাদক

মোঃ আশরাফুল ইসলাম

অর্থ সম্পাদক

events

notice

recent notice